খেলার প্রতিবেদক :
বিপিএল ২০২৩ এ বাজে খেলেছেন। তাছাড়া জাতীয় দলের হয়ে ব্যাট হাতেও আগের মতো পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন। এ কারণেই হয়তো মাহমুদুল্লাহ রিয়াদের নাম কাল সিরিজের প্রথম ওডিআই এর আগে একাদশে না থাকার খবর মিরপুরের বাতাতে ভেসে বেড়াছিল।
কথাটা কি গুজব না সত্য? এর জবাবটা আসলে পাওয়া গেলে আজ মিরপুরে জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। তামিমদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাথুরাসিংহে বললেন, তামিম-শান্ত আর এরপর লিটন এবং চার নম্বরে সাকিব নিশ্চিত। এরা এ পজিশনে ঠিক আছেন।
তাহলে কি কাল প্রথম ওডিআই ম্যাচে টাইগারদের সিনিয়রদের সবাই থাকছে? জবাবে হাথুরা এড়িয়ে গেলেন। বলেন, আসলে এ নিয়ে এখনও আলোচনা বাকী আছে।'
দলে কি মাহমুদুল্লাহ থাকছে? এমন সরাসরি প্রশ্নের জবাবে হাথুরাসিংহে জানালেন, এ বিষয়টা এখনও নিশ্চিত নয় যে মাহমুুদুল্লাহ কাল খেলছেন।'
পরে দলের ভেতরের খবর জানতে এদিক ওদিকে কান পাতার পর জানা গেল বিপিএলে সেরা রান সংগ্রহকারী তৌহিদ হৃদয় কাল অভিষেক হতে পারে মাহমুদুল্লাহ বদলে।
এতো গেল দলের ব্যাটিং লাইন আপ, তাহলে বাংলাদেশ দলেরে কোচ প্রতিপক্ষ ইংলিশদের বোলিংয়ে কোন দিকটায় বেশি মনোযোগি, পেস না-কি স্পিন? জবাবে কোচ হাথুরা বলেন, আমরা স্পিন নিয়ে ততো চিন্তিত নই। তবে ইংলিদের পেস আক্রমনটা বেশ কঠিন। তাই আমরা ওদের পেস আক্রমণের দিকেই বেশি নজর দিয়েছি।'
