দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাকিব-তামিম নিয়ে আলোচন করার সঠিক সময় এটা নয় : কোচ হাথুরাসিংহে - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, February 28, 2023

সাকিব-তামিম নিয়ে আলোচন করার সঠিক সময় এটা নয় : কোচ হাথুরাসিংহে

খেলার প্রতিবেদক :

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মোট ওডিআই খেলেছে ২১ট, তাতে জিতেছে মাত্র হাতে গুনা ৪টি ম্যাচে। সে ৪ ম্যাচের মধ্যে ২টি নিজ ঘরের মাঠে। ২০১৬ সালে ছিল ইংলিশদের বিপক্ষে ওডিআই ম্যাচে জেতার শেষ স্মৃতি।

সেই স্মৃতি বুকে ধারণ করেই কাল টানা ৬ বছর পর মিরপুরের উইকেটে আবাবো বাংলাদেশ ওডিআ্ই সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের মুখোমুখি হবে। এর আগে আজ ছিল স্বাগতিক বাংলাদেশে আনুষ্ঠানিক শেষ প্রস্তুতি।

সকালেই অনুশীলন নামে বাংলাদেশ আর দুপুরের আগেই দলে নতুন করে যোগ দেয়া লঙ্কান কোচ চন্দ্রিকা হাথুরাসিংহে সংবাদ সম্মেলনে হাজির হলেন দল সম্পর্কে কথা বলতে। 

সংবাদ সম্মেলনে দলের চেয়ে বেশি আলোচিত সাকিব-তামিম প্রসঙ্গ। বিসিবি সব নাজমুল হাসান পাপন কয়েক দিন আগেই তামিম-সাকিবের সম্পর্ক খারাপ মর্মে মিডিয়াতে কথা বলেন। এরপরই ঝড় শুরু হয়, এ নিয়েই হাথুরার কাছে জানতে চাওয়া হয় ড্রেসিং রুম সম্পর্কে তার স্বচ্ছ ধারণা আছে কি-না?  জবাবে হাথুরা বলেন, আসলে আমি তো এলাম মাত্র ৭ দিন হলো, এখনও বুঝতে সময় লাগবে। আমি পর্যবেক্ষণ করছি।'

এরপর হাথুরার কাছে জানতে চাওয়া হয়, কাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে নামার আগে সাকিব-তামিম নিয়ে এতো আলোচনা করটা কি ঠিক হচ্ছে? এখন কি দলের খেলার দিকেই বেশি নজর দেয়া উচিত নয়?

জবাবে হাথুরা বলেন, আমিও এটাই মনে করি, আসলে এটা সঠিক সময় না। আমাদের এখন সাকিব-তামিম প্রসঙ্গ নিয়ে আলোচনা করাটা ঠিক হচ্ছে না।