দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যুব গেমস জুডোতে প্রথম স্বর্ণ ডগাকার আলিফের - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

যুব গেমস জুডোতে প্রথম স্বর্ণ ডগাকার আলিফের

খেলার প্রতিবেদক :

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর জুডোতে প্রথম স্বর্ণ জিতেছেন ঢাকা বিভাগের আলিফ ইফতি বাঁধন।তরুণ বিভাগে ৭৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন তিনি।খুলনা বিভাগের তানভীর হোসেন রুপা জিতেছেন। খুলনার মাহফুজ হোসেন এবং ঢাকা বিভাগের সাকিব চৌধুরী সোয়াদ ব্রোঞ্জ পদক জয় করেন।প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সাত বিভাগের প্রতিযোগীরা। তরুণ ও তরুণী দুই বিভাগে মোট ১৬৮ খেলোয়াড় ১৪ ওজন শ্রেণিতে শ্রেষ্ঠত্বের লড়াই করবেন।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোরস্টেডিয়ামে জুডোর উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.বি সাইফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও অতিরিক্ত ডিআইজি (বাংলাদেশ পুলিশ) সৈয়দা জান্নাত আরা।এছাড়া উপস্থিত ছিলেন জুডো ফেডারেশনের সহ-সভাপতি ফারুক আহমেদ বিপিএম, যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী, সৈয়দ আলী আনোয়ার, কোষাধ্যক্ষ মোস্তফা কাওছার, সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়া, আকরাম হাসান, সাইফুল ইসলাম কালু, নুর মোহাম্মদ রকি, মুনিয়া হোসেন, ফারজানা হক, মাকসুদ উল হক ভূঁঞা, মাহবুবা বেগম, মো. আবু বকর ছিদ্দিক, মিল্টন মজুমদার সহ অন্যরা।