দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। হকির সেমিফাইনালে রাজশাহী, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

হকির সেমিফাইনালে রাজশাহী, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম

খেলার প্রতিবেদক :

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ হকি তরুণ বিভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগ। সোমবার মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে রাজশাহী ৪-২ গোলে ময়মনসিংহ বিভাগকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। রাজশাহী বিভাগের পক্ষে মেহেদী, তৈয়ব, জান্নতুন নাঈম ও আল নাহিয়ান গোল করেছেন। ময়মনসিংহের হয়ে গোল করেছেন তাওহিদ ও সোহরাব হোসেন ছোটন। 

দ্বিতীয় ম্যাচে ১০-০ সিলেট বিভাগকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা বিভাগ। সাদ্দাম খান ৩ গোল করেন। একটি করে গোল আসে রহমত আলী, দ্বীন ইসলাম, রামিম, মোস্তাফিজুর, পাভেল, রাকিব ও তারেকের স্টিক থেকে।  তৃতীয় ম্যাচে রংপুর ৬-১ গোলে খুলনা বিভাগকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। রংপুরের পক্ষে সৈয়দ মাহিরুল ইসলাম ৪ গোল করেন। মেহেদী হাসান মুন্না ও সামিউল মেহেদী একটি করে গোল করেন। খুলনার হয়ে একমাত্র গোলটি করেন হাবিবুর রহমান। চতুর্থ ম্যাচে চট্টগ্রাম ১৫-০ গোলে বরিশালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। চট্টগ্রামের আবদুল্লাহ ও ইসমাইল ৩টি করে, তাহসিন ও ইসমিয়াক দুটি করে, শহীদুল, নয়ন, রিফাত, ফাহিম ও সাজেদুল একটি করে গোল করেন।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু হকির উদ্বোধন করেন।