দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যুব গেমস-২০২৩ : বাস্কেটবলে চট্টগ্রাম বিভাগের জয় - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 27, 2023

যুব গেমস-২০২৩ : বাস্কেটবলে চট্টগ্রাম বিভাগের জয়

খেলার প্রতিবেদক :

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ বাস্কেটবল ডিসিপ্লিনের উদ্বোধন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার।

তরুণ বিভাগে জয় পেয়েছে চট্টগ্রাম ও খুলনা বিভাগ। আর্মি স্টেডিয়ামের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত প্রথম ম্যাচে চট্টগ্রাম ৬২-২৫ পয়েন্টে রাজশাহী বিভাগকে হারিয়েছে।  প্রথমার্ধে বিজয়ী দল ২৯-১৮  পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগকে ৬৮-২৪ পয়েন্টে হারিয়েছে খুলনা বিভাগ।

এদিকে, তরুণী বিভাগের প্রথম ম্যাচে চট্টগ্রাম বিভাগ ১৪-১০ পয়েন্টে রাজশাহী বিভাগকে হারিয়েছে।