খেলার প্রতিবেদক :
অবশেষে আজ ইংল্যান্ডের বিপক্ষে কাল থেকে শুরু হতে যাওয় ক্রিকেট সিরিজে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা দিয়েছে বিসিবি। যদিও ভেতরের সমস্যার কারণে গতকাল ঘোষণা দিয়েও স্পন্সরের নাম ঘোষণা করে ব্যর্থ হয় বিসিবি।
আজ প্রায় দেড় ঘটনা দেরিতে দুপুরের দিকে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে বিসিবি মধুমতির নাম ঘোষণা দেয়। তবে সরাসরি বিসিবি স্পন্সর কোম্পানীর সাথে যুক্ত না থাকায় গতকাল সমস্যা সৃষ্টি হয়েছিল। কারণ বিসিবি দুই বছরের জন্য ইম্পেস মাত্রাকে ৩২ কোটি ৫০ লাখ টাকায় স্পন্সরের চুক্তি দিয়ে রেখেছে আগেই।
সে চুক্তি মতে ইম্পেস মাত্রাই স্পন্সরের জন্য মুলত কাজ করে বলে জানালেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যন তানভির আহমেদ টিটু।
আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক লিমিডিটের চেয়ারম্যান ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।
কাল থেকে ৩ ওডিআই ও ৩ টি২০ ম্যাচে সিরিজে টাইটেল স্পন্সর মধুমতি ছাড়াও পাওয়ার্ড বাই হিসেবে থাকছে মিষ্টার ওয়াইড, কো - স্পন্সর হিসেবে ইউসিএসআই বাংলাদেশ ক্যাম্পাস ও ভিস্তা টিভি কোম্পানী।
