কবি শাহ্দাদুল ইসলাম শাহাদাৎ :
আকাঁশ ছোঁয়া স্বপ্ন দেখি,
কখনো আকাঁশ ছুঁতে চাইনি,
সবই তোমার অবহেলা।
নিবিড় মমতায় নিজেকে চূর্ণ বিচূর্ণ করে,
সবই তোমার অবহেলা।
ভালোবাসতে চেয়েছি,
কখনো ভালোবাসা চাইনি,
সবই তোমার অবহেলা।
নিঃশ্বাসে বিশ্বাসে সমস্ত অস্তিত্ব জুড়ে
তোমাকে চাওয়ার সুন্দর অপরাধে
অভিযুক্ত হতে চেয়েছি- বারংবার
কখনো অভিযোগ করতে চাইনি,
সবই তোমার অবহেলা।
তোমার বুকে মাথা রেখে-
অসময়ের সকল অযৌক্তিক চাওয়াকে
রঙিন করতে চেয়েছি- রংধনুর স্বপ্নীল আবেশে,
কখনো সময় চাইনি,
সবই তোমার অবহেলা।
তোমার ব্যাস্ততার রাজত্বে,
অল্প কথায় গল্প থেকে
ঊপন্যাস কবিতার পরিধি বেড়েছে,
সবই তোমার অবহেলা।
তোমাকে জানার বোঝার,
বুঝতে চেয়েছি -তোমাকে নিজের চেয়েও বেশি,
কখনো বোঝাতে চাইনি
অবুঝ মনের সবুজ আকুতি,
সবই তোমার অবহেলা।
পায়ে পায়ে সাক্ষর রাখতে চেয়েছি
তোমার মরুহৃদয়ের উচ্ছিষ্ট বেলাভূমিতে,
কখনো সাক্ষরিত হতে চাইনি,
সবই তোমার অবহেলা।
উদিত জীবনের বাস্তবতায়,
নানীর আলোয় খুঁজে নিতে চেয়েছি
সুদীপ্ত সূর্যালোক অঙ্কুরিত
ভালোবাসার একান্ত দাবীতে,,
কখনো সূর্য চাইনি,
কারণ সবই তোমার অবহেলা !!