দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। তৃণমূল জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপির আজ আলোচনা শুরু - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, February 22, 2023

তৃণমূল জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপির আজ আলোচনা শুরু

রাজনীতি প্রতিবেদক :

দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আর বাড়ছে রাজনীতির মাঠে উত্তাপ-উত্তেজনা। চলনাম সরকারের পতন আন্দোলনে যুগপৎ আন্দোলনের পালে হাওয়া দিতে মরিয়া বিএনপি। সে দিকে বিশেষ নজর দিয়েছে দলটির তৃণমূলে। 

যার অংশ হিসেবে বিগত দিনে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দল সমর্থিত এমন তিন হাজারের বেশি জনপ্রতিনিধিকে নিয়ে আলোচনার টেবিলে বসবে বিএনপি। 

তৃণমূলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের প্রস্তুতিও শেষ করে ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে সারাদেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সে হিসাবে ১০টি সাংগঠনিক বিভাগ থেকে তিন সহস্রাধিক তৃণমূল জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করতে চায় বিএনপি। যুগপৎ আন্দোলনে তৃণমূলের ঐক্যেই এখন মনোযোগ দলটির। ২৩ ফেব্রুয়ারি থেকে বিভাগভিত্তিক এ মতবিনিময় শুরু হচ্ছে। এরমধ্যে প্রথম দিন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তৃণমূল জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু হবে। ওইদিন রংপুর বিভাগের আড়াইশোর বেশি জনপ্রতিনিধি এতে অংশ নেবেন।