দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বদলি করা হলো পুলিশের ১৪ ডিআইজি - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, February 15, 2023

বদলি করা হলো পুলিশের ১৪ ডিআইজি

জাতীয় প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার ১৪ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটি পৃথক আদেশে বদলি করা হলো পুলিশের ১৪ জন ডিআইজিকে।

তাদের বদলির আদেশে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব নূর-এ-মাহবুবা জয়া। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বদলিকৃত কর্মকর্তারা হলেন- মো. হুমায়ুন কবির, জামিল আহমদ, ওয়াই এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম, আবু হাসান মুহাম্মদ তারিক, মো. শাহাবুদ্দিন খান, মল্লিক ফখরুল ইসলাম, মফিজ উদ্দিন আহম্মেদ, মহা. আশরাফুজ্জামান, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, শাহ মিজান শফিউর রহমান, মো. নিশারুল আরিফ, জয়দেব কুমার ভদ্র ও মো. ইলিয়াস শরীফ।