দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সেলফি তুলে নজির গড়লেন অক্ষয় - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, February 22, 2023

সেলফি তুলে নজির গড়লেন অক্ষয়

বিনোদন ডেস্ক :

সাম্প্রতিক অতীতে বলিউডে বছরে সবচেয়ে বেশি ছবিতে কাকে দেখা যায়? অনেকেই উল্লেখ করবেন অক্ষয় কুমারের নাম। তবে ছবি নয়, এবারে অন্য নজির গড়লেন বলিউডের ‘খিলাড়ি’। 

সাধারণত, অনুরাগীদের সেলফির আবদার মেটাতে পছন্দ করেন তারকারা। এ বারে সেই সেলফি তুলেই সকলকে চমকে দিয়েছেন অক্ষয়। সময় ধার্য করা হয়েছিল মাত্র তিন মিনিট। নির্ধারিত সময়ের মধ্যেই একের পর এক সেলফি তুললেন অক্ষয়।

এর আগে ২০১৮ সালে তিন মিনিটে ১৬৮টি সেলফি তুলে নজির গড়েছিলেন মার্কিন নাগরিক জেমস স্মিথ। আবার ২০১৫ সালে লন্ডনে ‘সান অ্যান্ড্রিয়াস’ ছবির প্রিমিয়ারে হলিউড অভিনেতা ডোয়েন জনসন (দ্য রক) তিন মিনিটে তুলেছিলেন ১০৫টি নিজস্বী। বুধবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে তিন মিনিটে অক্ষয়ের তোলা সেলফির সংখ্যা ১৮৪টি!

নজির গড়ে অক্ষয়ও বেশ খুশি। আসলে তাঁর নতুন ছবি ‘সেলফি’র জন্য একটি অনুষ্ঠানে এই কীর্তি ঘটিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘অনুরাগীদের সঙ্গে মিলে এ রকম একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে পারলাম ভেবে আরও ভাল লাগছে। কারণ বর্তমানে আমি যেখানে রয়েছি সেটা অনুরাগীদের ভালবাসা ও সমর্থনের জন্যই।’’ 

আপাতত অক্ষয়ের দম ফেলার সময় নেই। কারণ ইতিমধ্যেই তিনি ‘হেরাফেরি ৩’ ছবির শুটিং শুরু করে দিয়েছেন। এর আগে এই ছবিতে তাঁর অনুপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্ট হয়েছিল। অক্ষয় ছবিতে থাকায় ফের অনুরাগীদের মুখে হাসির ঝলক।