দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মেট্রোরেলে চড়ে দুই অধিনায়কের ফটো শ্যুট - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, February 15, 2023

মেট্রোরেলে চড়ে দুই অধিনায়কের ফটো শ্যুট

খেলার প্রতিবেদক :

বিপিএল ২০২৩ ট্রফি শ্যুটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস ও সিলেট স্ট্রাইকার্সের মুশফিকুর রহিম ঢাকা মেট্রোরেলের গাড়িতে চড়ে এবং দিয়াবাড়ী মেট্রো স্টেশনে ট্রফি সহ ফটো শ্যুট করলেন।

২০২৩ বিপিএল শিরোপাী কে জিতবে? শেষ হাসিটা কাল কে হাসবে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাকি সিলেট স্ট্রাইকার্স? মাশরাফী বিন মোর্ত্তজা নাকি ইমরুল কায়েস? শক্তি আর অভিজ্ঞতার বিচারে যেই এগিয়ে থাকুক তার চেয়ে বড় বিষয় হচ্ছে , মাঠের লড়াইয়ে বোঝা যাবে কার হাতে উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা। আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মেগাফাইনালে  মুখোমুখি হবে সিলেট-কুমিল্লা দু’দল। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।

এক দিকে অনভিজ্ঞ সিলেট আরেক দিকে অভিজ্ঞ কুমিল্লা। তারপরও কাল বিপিএলের ফাইনালে থাকছে হাজারো উত্তেজনা আর রোমাঞ্চ।

টুর্নামেন্টে শেষ স্বাদ নেওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। একে একে বিদায় নিয়েছে বরিশাল-রংপুরের মতো তারকা সমৃদ্ধ দলগুলো। ফাইনালের মহারণে দুই দল।