দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। হযরত মুহাম্মদ (স.) তিনি যে দোয়া সকালে পড়তে বলেছেন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, March 1, 2023

হযরত মুহাম্মদ (স.) তিনি যে দোয়া সকালে পড়তে বলেছেন

ধর্ম ডেস্ক:

ইসলামীক জীবন ব্যবস্থার মূলভিত্তিই কোরআন এবং সুন্নাহ। রাসুলের দিকনির্দেশনা মানুষের জন্য একমাত্র 

মুক্তির পথ। বিশ্বনবি (সা.) যে আমল করেছেন সেগুলো নিয়মিত করা মানুষের জন্য করণীয় শিক্ষা।

হাদিসে উল্লেখ আছে কোন সময়ে কি দোয়া পড়তে হবে। সকালবেলা পড়ারও দোয়া শিখিয়েছেন বিশ্বনবী। হযতর আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, তোমরা ভোরে উপনীত হয়ে এই দোয়া বলবে।

দোয়াটি হলো— اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَى وَبِكَ نَمُوتُ উচ্চারণ: আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু।

অর্থ: হে আল্লাহ! তোমার আদেশেই আমরা প্রভাতে উপনীত হই এবং তোমার আদেশেই আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমার আদেশেই আমরা জীবন ধারণ করি এবং তোমার আদেশেই আমরা মৃত্যুবরণ করি।

সূত্র: ইবনে মাজাহ: ৩৮৬৮