দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। শান্তর প্রথম ফিফটি - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, March 1, 2023

শান্তর প্রথম ফিফটি

খেলার প্রতিবেদক :

২০১৮ সালে আবুদাবীতে আফগানদের বিপক্ষে একদিনের ম্যাচের ক্যারিয়ার শুরু করেছেন। অনেক আগেই ফিফটি পাবার কথা। কিন্তু আজও আন্তর্জাতিক ফিফটি অধরা ছিল নাজমুল হাসান শান্তর কাছে। আজ ৪ বছরের বেশি সময় পেরিয়ে সেই স্বাদ পূরণ করেল শান্ত।

১৫টি ওডিআই খেলা শান্ত আজ ১৬তম ম্যাচে ইংল্যান্ডে বিপক্ষে মিরপৃুরের উইকেটে ৫০ করলেন।
বিপিএলে এই শান্ত ছিলেন সেরা রান সঙগ্রহকারী।

আজ মিরপুরে বিপিএলে খেলা অভিজ্ঞতাই নতুন করে কাজে লাগালেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে শান্ত ৮২বলে ছয়টি বাউন্ডারি দিয়ে ৫৮ রানে রশিদের হাতে তালৃুবন্দি হন।