খেলার প্রতিবেদক :
বিপিএল ২০২৩ এ বাজে খেলেছেন। তাছাড়া জাতীয় দলের হয়ে ব্যাট হাতেও আগের মতো পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন। এ কারণেই হয়তো মাহমুদুল্লাহ রিয়াদের নাম আজ সিরিজের প্রথম ওডিআই এর সেরা একাদশ থেকে বাদ পড়ার কথা প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু বেঁচে গেল রিয়াদ।
গতকাল বিপিএল সেরা (তৃতীয়) তৌহিদ হৃদয়ের নাম মিরপুরের বাতাতে ভেসে বেড়িয়েছে। বিপিএলে আহত হয়ে মাঠের বাইরে থাকার পরও তৌহিদ হৃদয় বিপিএলে ১৩ ম্যাচে ৪০৩ রান (সর্বোচ্চ রান ৮৫) শেষ অবদি অভিষেক হবার কথা চূড়ান্তই ছিল।
তৌহিদের অভিষেকের বিষয়টি কতটা সত্য ছিল তা গতকালই পরিষ্কার হয়ে গিয়েছিল মিরপুরে জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। প্রধান কোচ হাথুরাসিংহে বলেছিলেন, তামিম-শান্ত আর এরপর লিটন এবং চার নম্বরে সাকিব নিশ্চিত। এরা এ পজিশনে ঠিক আছেন।’
দলে কি মাহমুদুল্লাহ থাকছে? এমন সরাসরি প্রশ্নের জবাবে হাথুরাসিংহে জানালেন, এ বিষয়টা এখনও নিশ্চিত নয় যে মাহমুুদুল্লাহ কাল খেলছেন।'
পরে দলের ভেতরের খবর জানতে এদিক ওদিকে কান পাতার পর জানা গেল বিপিএলে সেরা রান সংগ্রহকারী তৌহিদ হৃদেয়ের অভিষেক হতে পারে মাহমুদুল্লাহ বদলে। তবে শেষ অবদি টিকে গেলেন রিয়াদ।
