দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। স্পটলাইটে: তামিম-সাকিব - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, March 1, 2023

স্পটলাইটে: তামিম-সাকিব

খেলার প্রতিবেদক :

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে ‘ছোট ভাই বনাম বড় ভাই’ সমীকরণ অনেক আগেই শেষ হয়ে গেছে। ২০১৫  বিশ্বকাপের খেলাটি প্রতিযোগিতায় কিছুটা অগ্রগতি এনেছিল এবং তারপরে ২০১৬ সালে শেষ দ্বিপাক্ষিক সিরিজের সময় খেলার শেষ প্রান্তে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সে ঘটনার পর দুই দল সাত বছরের ব্যবধানে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে আজ।

মুলত এখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উচ্চাকাঙ্ক্ষী দলের মধ্যে লড়াই। ডিসেম্বরে ভারতকে হারিয়ে টানা সাতটি হোম ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ এককভাবে বাংলাদেশকে দুটি ম্যাচ জিতেছেন। আজকাল বাংলাদেশ দলে একাদশে ম্যাচ উইনার রয়েছে।

কিন্তু এর মাঝেও নেতিবাচক বিষয় এ সিরিজ নিয়ে চিন্তায় ফেলেছে স্বাগতিক বাংলাদেশকে। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান প্রসঙ্গ নিয়ে বিসিবি সভাপতির প্রকাশ্যে বক্তব্য এর পরিপ্রেক্ষিতে আলোচনায় এ দুই ত্রিকেটার। সকলের চোখ আজ তামিম-সাকিবের দিকে, আজ রাত অবদি মাঠে সেদিকেই বেশির ভাগ মনোযোগ থাকবে ক্রিকেটার, ভক্ত, কর্মকর্তা আর মিডিয়ার।

অবশ্য তামিম জোর দিয়ে বলেছেন যে তাদের মাঠের সম্পর্ক ভালো এবং এটা গুরুত্বপূর্ণ। দুই জনেই বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ক্রিকেটার এবং দুজনই বর্তমান অধিনায়ক। কিন্তু ২২ গজি উইকেটে একসঙ্গে ব্যাট করার সময় বিরোধী সম্পর্কটা কি ভুলে যেতে পারবে তামিম-সাকিব?

প্রতিপক্ষ ইংল্যান্ড দল ভাল করেই জানে বাংলাদেশ দলের এই দুই তারকার উপরই নির্ভর করে সফলতা। তাই সবার নজর তামিম-সাকিবের দিকে।