খেলার প্রতিবেদক :
বিশ্ব ক্রিকেটে একদিনের ম্যাচে বাংলাদেশ মাঝারি মানের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এই দলটি নিজেদের ঘরের মাঠে কি পারে সেটা জানে বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা দল। গত বছর ডিসেম্বরেই তো ভারতকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়েছে।
অথচ সেই একই দল ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে! সামান্য প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। আজ দল চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। তবে আজ কোন অনুশীলন নেই। কাল ৫ মার্চ অনুশীলন সেরে পর দিন ৬ মার্চ তৃতীয় ও শেষ ওডিআই খেলতে নামবে তামিম বাহিনী।
এখন মিশণ হোয়াইটওয়াশ এড়ানো। কিন্তু মিরপুরের ২২ গজি উইকেটে ৩ উইকেটে আর ১৩২ রানে হারের পর জয় নিয়ে সন্দেহ জেঁগে উঠা স্বাভবিক ঘটনা। কারণ টাইগার বাহিনী নিজেদের চিরচেনা উইকেটে পর পর দুই ম্যাচেই ৫০ ওভারের কোটা পেরুতে ব্যর্থ হয়েছে। এখন দেখার বিষয় চট্টগ্রামের বিখ্যাত স্পিন উইকেটে কি করে তামিম বাহিনী!

