দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনের মৃত্যু: মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী, সুষ্ঠু তদন্তের দাবি - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 29 November 2025

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনের মৃত্যু: মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী, সুষ্ঠু তদন্তের দাবি


জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রদলের কর্মী সাদ্দাম হোসেনের (২৫) মৃত্যুর ঘটনায় শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ নিয়ে শতাধিক এলাকাবাসী সদর মডেল থানার সামনে জমায়েত হন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।


নিহতের বাবা মস্তু মিয়া একই দিন রাতে সদর মডেল থানায় বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও পাঁচ-সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার গভীর রাতে সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর তার ওপর হামলা হয় এবং গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।


এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় টুটুল, শিহাব উদ্দিন ও সাজু মিয়াসহ তিনজন আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের একাংশের মতে, এলাকায় দুটি গ্রুপের মধ্যে পূর্ব-বিরোধের জেরে এ ধরনের ঘটনা ঘটছে।


থানার সামনে উপস্থিত কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, “আমরা শুধু চাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। যারা জড়িত থাকুক না কেন, আইনের মাধ্যমে তাদের বিচার হোক।”


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এজাহারটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। এজাহারে উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।