পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমসহ কয়েকজনকে আটক করে। সাইন্সল্যাবের মোড় থেকে তাদের আটক করেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করার পর।
কিন্তু পুলিশ যেভাবে শেখ রবিউল আলমের কোমড়ে প্যান্টের ভেতরে হাত ঢুকয়ে আর পেছন থেকে আরেক পুলিশ সদস্য শার্ট হাত দিয়ে পেচিয়ে ধরে রেখেছিল সেটা ছিল সত্যিই দৃষ্টিকটু। সাবেক একজন সংসদ সদস্যকে বরং পুলিশ যেন একজন ক্রিমিনাল ধরেছে। মনে রাখা উচিত ছিল শেখ রবিউল আলম একজন জাতীয় লেভেলের রাজনীতিবিদ।
মঙ্গলবার (২৩ মে, ২০২৩) বেলা ৩টার পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমণ্ডি বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি পদযাত্রা শুরু হয়। পদযাত্রা বাংলাদেশ মেডিক্যাল থেকে শুরু হয়ে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সাইন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

