বিএনপি ক্ষমতায় নাই ১৭ বছর প্রায়। বিএনপির নেতাকর্মীরা অত্যাচারে জর্জরিত, হামলা-মামলা, গুম-খুন এাত প্রতিকুলতার মধ্যে দিয়ে বিএনপি লড়াই করছে। সরকারী দল আওয়ামী লীগ প্রায়ই বলে বিএনপি নাই, বিএনপি থাকবে না, বিএনপির অস্থিত্ব সংকটে, বিএনপি বিলিন হয়ে যাবে। আবার বলে বিএনপির কারণেই স্যাংশান আসছে! মার্কিন দূতাবাস সতর্কতা জারি করেছে। বিএনপির কথা মতে যদি মার্কিনিদের মতো দেশ চলে, পশ্চিমারা যদি বিএনপির কথায় চলে, বিএনপির কথাতেই সব চালায় তাহলে আপনারা কেন এতো দিন ধরে ক্ষমতা দখল করে আছেন? - কথা বলেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি বাংলাভিশনের যে কথা বলতে চাই টক শোতে অতিথি হিসেবে বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, “আপনারা এতো রাষ্ট্রদূত পালছেন, রাষ্ট্রীয় মিশণে কোটি কোটি টাকা দিচ্ছেন। লবিষ্ট নিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার খবর করে। অথচ বিএনপির কথায় তারা সতর্কতা জারি করে দেয়! বিএনপির কথায় তারা স্যাংশন দিয়ে দেয়! বিএনপির কথায় তারা ক্ষমতা উল্টে দিয়ে! তাহলে তো বিএনপিই আপনাদের চাইতে শক্তিশালী। তাহলে আপনারা কি কারণে ক্ষমতায় আছেন? এ গুলো আসলে কথার কথা। ওবাদুল কাদের সাহেব বলেছেন মাগুরার মতো নির্বাচন চাই না, আবার আরেক জন বলেন আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত! তথ্য মন্ত্রী বলেছেন মানুষ এখন বিটিভি বেশি দেখে, ওয়াসার এমডি বলেছেন ওয়াসার পানি সুপ্র্যেয়! এসব কথাও আমাদের শুনতে হয়। আমরা বেহেশতের বাগানে প্রবেশ করেছি এসবও বলেন সরকারের মন্ত্রী বাহাদুর যারা রয়েছেন। সারা বিশ্ব বাংলাদেশের কাছে পরামর্শ চায় বলেছেন আইসিটি মন্ত্রী। এছাড়া পশ্চিমাদের গণতন্ত্রে দুর্বলতা আছে, তারা আমাদের কাছ থেকে শিখতে পারে। মানে এসব হলো বাহারি কথা বার্তা, এর মধ্যে আপনি কোনটা ধরবেন?”
তিনি আরো বলেন, “আরেক মন্ত্রী বলেছেন, তিনি কি কারণে বলেছেন তা আমি জানি না, বলেছেন- বাজারে গেলে মানুষ কাঁদে। বলেছেন, যারা এক সময় রাস্তা দিয়ে হাটতো টোকাই ছিল, সিগারেট চেয়ে খেত, তারা এখন ব্যাংকের মালিক। সরকারী ব্যাংক থেকে টাকা নিয়ে প্রাইভেট ব্যাংক তৈরি করেছে। আবার বলেছেন, মন্ত্রীদের মধ্যেই সিন্ডিকেট, যিনি মন্ত্রী তিনিই ব্যাসায়ী। সত্যি কথাই বলেছেন। মানুষের কথা যেটা, মানুষের মনের কথা যেটা, সেটা এতোদিন আমরা বলেছি। এখন কিন্তু এটা ক্যাবিনেটের মধ্যে থেকেও আসছে “বাজারে গেলে মানুষ কাঁদে”। আমি যদি সত্যি কথা বলি তাহালে আমার ডেথ বডি রাস্তায় পড়ে থাকবে। কি ভয়ঙ্কর গণতন্ত্রের মধ্যে আছি আমরা একটু ভেবে দেখবেন।”
