দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাকিবের আঙুলে আঘাত, আজ ম্যাচে নেই - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, May 14, 2023

সাকিবের আঙুলে আঘাত, আজ ম্যাচে নেই

খেলার ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গিয়েছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচটিতে নাজমুল হোসেন সান্তর দারুণ সেঞ্চুরিতে জয় পেয়েছে সফরকারী বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। আর সেই লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ।


রোববার (১৪ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচটিতে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের। আঙুলের চোটে ছিটকে গেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।


সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে ঘটনাটি ঘটে। তবে তখনও বোঝা যায়নি ঠিক কতটা আঘাত পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। ওই আঙ্গুল নিয়েই তখন করেছেন ফিল্ডিং। এরপর ব্যাট হাতে সাবলীলভাবে ব্যাটিংও করেন তিনি।


তবে পরদিন এল দুঃসংবাদ। সেই আঙ্গুলের চোট চার সপ্তাহের জন্য ক্রিকেট থেকে ছিটকে দিয়েছে সাকিবকে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টাইগার অধিনায়ক তামিম ইকবাল দলে পাচ্ছেন না দলের সেরা খেলোয়াড়কেই।


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি অবশ্য ভালো যায়নি সাকিবের। প্রথম ওয়ানডেতে ২০ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ২৬ রান করার পর বল হাতে ছিলেন উইকেটশূন্য।