বাংলাদেশ-আয়ারল্যান্ড ৩ ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেছে ৯ মে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির আক্রমণ। যথা সময়ে টসও হয়নি বৃষ্টির হানায়। ম্যাচ বাংলাদেশ সময়ে বেলা সাড়ে তিনটার পর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই পিচ কাভারে ঢেকে রাখতে বাধ্য হয় গ্রাউন্ডসম্যানরা।
অবশেষে বাংলাদেশ সময়ে বিকাল ৫টার পর টস অনুষ্ঠিত হয়। টাইগার অধিনায়ক তামিম ইকবার টস জিতে বল হাতে তুলে নেন। ব্যাট করার আমন্ত্রণ জানান স্বাগতিক আইরিশ দলকে।
