দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মানিকগঞ্জে পেঁয়াজের বাজার চড়া, মণ ২৪০০, কেজি ৬০ টাকা - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, May 12, 2023

মানিকগঞ্জে পেঁয়াজের বাজার চড়া, মণ ২৪০০, কেজি ৬০ টাকা


অর্থনীতি প্রতিবেদক :
মানিকগঞ্জে সরবরাহ কমায় বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতিমণ পেঁয়াজের দাম বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। এতে কৃষকরা খুশি হলেও বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।

সরেজমিন মানিকগঞ্জের শিবালয়ের বরংগাইল হাট ঘুরে দেখা যায়, গ্রীষ্মের ভ্যাপসা গরম উপেক্ষা করে কৃষক আর পাইকারের বেচাকেনায় সরব সাপ্তাহিক এ পেঁয়াজের বাজার। হাটে গত সপ্তাহের চেয়ে কমেছে পেঁয়াজের সরবরাহ। এর প্রভাব পড়েছে দামে।


বাজারে প্রতিমণ পেঁয়াজের দাম বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। আর গত সপ্তাহে প্রতিমণ পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৯০০ টাকা।

 
এতে দীর্ঘদিন পর ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। তারা জানান, বাজারে এখন পেঁয়াজের দাম ভালো চলছে। এভাবে দাম থাকলে লাভ করা সম্ভব হবে।
 
 
আর দফায় দফায় পেঁয়াজের দাম বাড়ায় হতাশ ভোক্তারা। তারা জানান, বাজারে পেঁয়াজের দাম অত্যধিক বেশি। এভাবে চললে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পেঁয়াজ কেনা কষ্ট হয়ে যাবে। তাই দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ ভোক্তাদের।
 
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল হাটে পেঁয়াজের যানবাহনে পুলিশের বাধাসহ হয়রানির অভিযোগ হাট কমিটির।
 
মানিকগঞ্জ বরংগাইল হাট কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, এ পেঁয়াজের হাট শতবছরের পুরোনো। তবে পেঁয়াজ হাটে আনতে পুলিশের বাধার মুখে পড়তে হয় কৃষকদের। এতে কৃষকরা কম আসছেন হাটে।
 
তিনি আরও জানান, শিবালয়ের বরংগাইল সাপ্তাহিক এ হাটে ১৩ থেকে ১৪ হাজার মণ পেঁয়াজ বেচাকেনা হয়। তবে চলতি সপ্তাহে সরবরাহ কমায় তা নেমে এসেছে অর্ধেকে।