বাংলাদেশ রাগবি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ওয়ালটন হাইটেক ইন্ডধাস্টিজ লিঃ এর পৃষ্ঠপোষকতায় “ওয়ালটন স্মার্ট ফ্রিজ ৬ষ্ঠ জাতীয় নারী রাগবি প্রতিযোগিতা-২০২৩” উপলক্ষে ̈ এর উপলক্ষে ̈ আজ বেলা সাড়ে ১১াটয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর ৩য় তলার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটির বিস্তারিত জানানোর জন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ,ওয়াল্টন গ্রুপ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ন স¤পাদক সাঈদ আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস ̈ মোঃ সোরওয়ার রকিব, মোঃ সিরাজুল ইসলাম ও টুর্নামেন্ট সম্পাদক পারভিন পুতুল,সহকারী সম্পাদক নূর ই আফরোজ এবং ফেডারেশনের অন্যান কর্মকর্তাগন।
নারী রাগবি প্রতিযোগিতাটি কাল ২৫-২৮ মে,২০২৩ইং পর্যন্ত পরিচালনা করা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পলটন ময়দান মাঠে এবং ১টি সার্ভিসেস দল সহ মোট ১৬টি জেলা অংশগ্রহন করছে।
এছাড়া আগামীকাল সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিমল সিংহ, সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ।
এই আসরে অংম গ্রহণ করবে যে সব দল - বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, ফরিদপুর জেলা, চটধগ্রাম জেলা, গোপালগঞ্জ জেলা, ঠাকুরগাঁও
জেলা, মা ̧রা জেলা, নড়াইল জেলা, জামালপুর জেলা, দিনাজপুর জেলা, রাজশাহী জেলা, গাইবান্ধা
জেলা, টা১⁄২াইল জেলা, হবিগঞ্জ জেলা, বাগেরহাট জেলা ও জয়পুরহাট জেলা।

