২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের রাতের ভোট প্রসঙ্গটি সামনে এলেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা হাজারো যুক্তি উপস্থাপন করেন। শত শত প্রমাণ থাকলেও তা নেতাদের কাছে গ্রহণযোগ্য না। এই বিষয়টি নিয়ে বাংলা ভিশনের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘নিউজ অ্যান্ড ভিউজ’ এ আলোচনায় বসেছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা প্রশাসন ও নেতৃত্ব বিভাগের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জাহেদ উর রহমান।
২০১৮ সালের রাতের ভোট প্রসঙ্গে অধ্যাপক ড. এম অহিদুজ্জামান পক্ষ সমর্থন করে বক্তব্য প্রদান করলে জবাবে ড. জাহেদ উর রহমান একাধিক প্রমাণ উপস্থাপন করে প্রশ্ন করেন।
ড. জাহেদ উর রহমানের বক্তব্য তুলে ধরা হলো -
* ২০১৮ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্ন জার্মানীর ডয়েচভেলে গিয়ে বলেছেন, রাতে ভোট হয়েছে। অতি উৎসাহিরা রাতে ভোট দিয়েছে, তিনি তার আসরে হাত-পা ধরেও ঠেকাতে পারেন নাই।" যে কেউ এটা চেক করতে পারেন।
* ২১৩টি কেন্দ্রে ১০০% ভোট হয়েছে। আমি বলতে চাই ২১৩টি কেন্দ্রে ১০০% ভোটপ কি গ্রহণযোগ্য?
* ৫৮৬টি কেন্দ্রে যতো ভোট পড়েছে তার সবই নৌকায়? এটা কি করে হয়?
*১১৭৭টি কেন্দ্রে ১টি ভোটও বিএনপি পায় নাই। হতবাক করা ঘটনা বটে!
*২১৩টি কেন্দ্রে মানুষ ভোট দিয়েছে, যেখানে কেউ গত ৫ বছরে মারা যায়নি, কেউ বিদেশে যায়নি। এটা কি করে হয়?
*টিআইবি সার্ভে করে বলেছে ৩৩টি কেন্দ্রে রাতে ভোট হয়েছে। তারা বলেছে, তাদের কাছে ডকুমেন্ট আছে। বলেছে, ৬৬% আসনে এ ঘটনা ঘটেছে। তাহলে টিআইবি-র বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হলো না?
