দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বৃষ্টি থেমেছে, মিরপুর আবার মাঠে গড়িয়েছে - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, December 8, 2023

বৃষ্টি থেমেছে, মিরপুর আবার মাঠে গড়িয়েছে

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। ছবি : বিসিবি
খেলার প্রতিবেদক :
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। তুমুল বর্ষণে ভেসে যায় দ্বিতীয় দিন। তৃতীয় দিন নির্ধানিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরুর কথা থাকলেও সেটি হয়নি। সকালের হালকা বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় দেরি হয় খেলা শুরু হতে। 


৫৫ রানে পাঁচ উইকেট নিয়ে দিন শুরু করেছে কিউইরা। ক্রিজে আছেন ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপস।  এই ৫ম জুটি দলের রান ৫৫ থেকে ৮২ অবদি নিয়ে গেছে।


বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে মাঠে গড়ালো ঢাকা টেস্ট। আজ আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসের খেলা। বাংলাদেশি বোলারদের লক্ষ্যটা স্পষ্ট। তৃতীয় দিনে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) যত দ্রুত সম্ভব নিউজিল্যান্ডকে অলআউট করা। 


এর আগে আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা শেষের প্রায় আট ওভার আগে বিকেল সোয়া চারটায় খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। ফলে, দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। বৃষ্টিতে প্রথম সেশন ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় সেশনে এসে ফের মাঠ পর্যবেক্ষণ করে দুপুর ২টায় পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।


দ্বিতীয় দিনের খেলা মাঠে না গড়ালেও প্রথম দিন পুরোটাই ছিল নাটকীয়তায় ভরপুর। প্রায় প্রতি ওভারেই কোনো না কোনো কিছু হচ্ছিল। বাংলাদেশের ১৭২ রানের জবাবে ১২.৩ ওভারে ৫৫ রান তুলতেই কিউইরা হারিয়ে ফেলেছে পাঁচ উইকেট। এখনও ১১৭ রানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তদের অবস্থান বেশ ভালোই বলা যায়।


বৈরি আবহাওয়ার পাশাপাশি মিরপুরের উইকেটের আচরণ আভাস দিচ্ছে তৃতীয় দিনে আরও নাটকীয় পরিস্থিতির।