দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ২-০ তে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 29 October 2025

২-০ তে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ


জহির ভূইয়া চট্টগ্রাম থেকে
এবারও আর হলো না, উইকেটের চরিত্র বুঝে আগে ব্যাট হাতে নিয়েও অতিথি দল ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল। যদি বাংলাশে জয়টা পেয়ে যেত তাহলে ১-১ ব্যবধানে আজ বাংলাদেশ সিরিজ সমতায় ফিরতে পারত। মিডল অর্ডারের দৃঢ়তা স্বত্তেও সাগরিকার উইকেটে আজ বাংলাদেশ ১৫০ রানের মিশনে বিফল হলো। অতিথি দল ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয় দিয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছে। ফাইনালটা এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। ৩১ অক্টোবর একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি২০ অনুষ্ঠিত হবে।


২৭ অক্টোবর টস হেরে আগে বল হাতে নেয়া বাংলাদেশ টি২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে ছিল ১৬ রানে। আজও চট্টগ্রামের সাগর পাড়ে শেষ বিকেলে টস হেরে বল হাতে তুলে নিতে বাধ্য হয় বাংলাদেশ। ৮.৩ ওভারে মাত্র ১ উইকেট খরচ করে ৭৫ রান জম করা ওয়েস্ট ইন্ডিজকে যে এভাবে আটকে দেবে বাংলাদেশের স্পিনার নাসুম আর রিশাদ তা-কে ভেবেছিল। শেষ অবদি ২০ ওভারে অলআউট না হয়ে অতিথি দল জমা করে ৯ উইকেটে ১৪৯ রান। একেবারে শেষ দিকে গিয়ে আবারো হারের স্বাদ গ্রহন করতে হবে এটাও কল্পনায় ছিল না।


২০ ওভারে ১৫০ রান একেবারে খারাপ স্কোরও না, সেটাই প্রমান দিল অতিথি দল। বাংলাদেশের দুই ওপেনার দুই হাসান মিলে ১৩ রানের বেশি জমা করতে ব্যর্থতার পরিচয় দেন। সাইফ হাসান মাত্র ৫ রানে ফেরত গেলেও আরেক হাসান মানে তানজিদ হাসান ফিফটি না করে থামলেন না। অধিনায়ক লিটন তানজিদকে সঙ্গ দিলেন, তবে খুব বেশি সময় না। ১৭ বলে ২৩ রান করে সেট হয়েও লিটন বোল্ড হলেন। আর মিডল অর্ডারের আরেক নির্ভরতার প্রতীক হৃদয় ১৪ বলে ১২ রান করে ফেরত গেলেন, দলীয় স্কোর তখন ১২.১ ওভারে ৮৫/৩।


যদিও ততোক্ষনে ৩৮ বলে ২টা বাউন্ডারি-৩টা ছক্কার মার দিয়ে ১৭তম টি২০ ফিফটির স্বাদ নিয়ে ফেলেছেন ওপেনর তানজিদ হাসান, পাশ ছিলেন তখন মিডল অর্ডারের জাকের আলী। স্কোর ১৫ ওভার শেষে ১০০/৩, শেষ ৫ ওভারে ৩০ বলে জয় পেতে দরকার ছিল ৫০ রান। ১৮ ওভারে ১২৪/৫, শেষ ১২ বলে দরকার ২৬। ক্রিজে রিশাদ হোসেন আর তানজিম হাসান সাকিব। সম্ভব হল না আজও, ১ম ম্যাচে ১৬ রানের হারের পর আজ হেরে গেল ১৪ রানে। তবে সম্মানটা ধরে রাখল বটে, অলআউট হয়নি বাংলাদেশ, ১৩৫ রানে ৮ উইকেট,২০ ওভার, সিরিজে হার ২-০।