দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ক্যারিয়ারসেরা ইনিংস ১৬৯ খেলেও হতাশ সৌম্য সরকার - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, December 20, 2023

ক্যারিয়ারসেরা ইনিংস ১৬৯ খেলেও হতাশ সৌম্য সরকার


খেলার ডেস্ক :
সৌম্য সরকার নেলসনে নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন। ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় করলেন ১৬৯ রান। দেশের ক্রিকেটে ওয়ানডে ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে এমন দিনেও দল হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অবশ্য হারলেও ম্যাচসেরা হয়েছেন সৌম্য। 


ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে সৌম্য বলেন, সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তা হলে এটা অনেক বেশি স্পেশাল হতো। পাওয়ার প্লেতে যদি আমরা তিন উইকেট না হারাতাম তা হলে ভিন্ন হতো। 


আমরা মাঝে জুটি পেয়েছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মিরাজ-মুশফিকের উইকেট হারিয়েছি। যদি তা না হতো তা হলে বড় পুঁজি হতে পারত।'


সৌম্য জানান, বল দেখেই কেবল নিজের খেলাটা খেলেছেন, 'আমি অনেক দিন পর দলে এলাম, আমরা নেটে কঠোর পরিশ্রম করছি। খুব বেশি চিন্তা করিনি। শুধু বল দেখেছি আর নিজের খেলাটা খেলেছি।'


নিউজিল্যান্ড সিরিজে সৌম্যর দলে জায়গা পাওয়াটাই ছিল একপ্রকার বিস্ময়। কোথাও এমন কোনো পারফরম করেননি যে জাতীয় দলে আবার ফিরতে পারেন। 

দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ওয়ানডেতেই চরম ব্যর্থ হন। সেদিন ডাক (৪ বলে ০) খেয়ে ফেরার পর সৌম্যর দলে ফেরাটাকে আরও প্রশ্নবিদ্ধ করেছিল। 


প্রসঙ্গত, সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সৌম্য। ফিফটি পেয়েছিলেন শেষ ২০১৯ সালে। এর পর থেকে বিভিন্ন সময় দলের প্রয়োজনে বা কোচের পছন্দে দলে এলেও ভালো কিছু করা হয়নি তার। এবার নেলসন রাঙালেন টাইগার এই ক্রিকেটার।