দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। নওগাঁয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, December 20, 2023

নওগাঁয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু


জেলার খবর :
নওগাঁ জেলা কারাগারে মতিবুল ইসলাম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে অসুস্থ হলে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মতিবুল ইসলামের মৃত্যুর বিষয়টি পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার পলিপাড়া মহল্লার মৃত জহির উদ্দিনের ছেলে। উপজেলার নজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।


নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম জানান, বিস্ফোরকসহ ১৪৩, ৩৪১, ৩২৩, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা ছিল মতিবুল ইসলামের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। এরপর তিনি অসুস্থ হলে ১৪ ডিসেম্বর থেকে কারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে বেশি অসুস্থ হলে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তানজিমুল হক জানান, সকালের দিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় মতিবুল ইসলামকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 


মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ডা. তানজিমুল হক।