আন্দ্রে ফ্লেচারের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পায় ডেকান গ্লাডিয়েটরস। ইব্রাহীম জাদরান ও অধিনায়ক মঈন আলীর দুই ক্যামিওতে সেটাও সহজে টপকে যায় মরিচভিল স্যাম্প আর্মি। এই জয়ে ৬ ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মরিচভিল আর ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ডেকান।
গতকাল টি টেন ফ্র্যাঞ্চাইজি লীগে ডেকানকে ৬ উইকেটে হারিয়েছে মরিচভিল। এদিন আগে ব্যাটিং করে ১১৫ রান করে মরিচভিল। জবাবে ৪ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয় পায় মরিচভিল।
ডেকানের দেওয়া ১১৬ রান তাড়া করতে নেমে ২১ রানেই ৩ উইকেট হারায় মরিচভিল। এরপর ৪৯ রানের জুটি গড়েন ইব্রাহীম জাদরান ও মঈন আলী। ১৫ বলে ২৬ রান করে আউট হন ইব্রাহীম। শেষদিকে মাত্র ৯ বলে ২৭ রানের ইনিংস খেলেন করিম জান্নাত। আর মঈনের ব্যাট থেকে আসে ১৫ বলে ৩৯ রানের ইনিংস। ডেকানের হয়ে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডেকান। ফ্লেচার একপাশে ঝড় তুললেও অন্যপ্রান্তে কেউ থিতু হতে পারেননি। ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৬ বলে ১৪ রান করেন ফ্যাবিয়েন অ্যালেন। মরিচভিলের হয়ে ৩ উইকেট নেন সালমান ইরশাদ।
