দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ২০৭ জন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, December 20, 2023

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ২০৭ জন


জাতীয় প্রতিবেদক :

দেশে ডেঙ্গুর প্রকোপ থামছেই না। দিনকে দিন দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৭ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৩ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২০ ডিসেম্বর) এসব তথ্য জানানো হয়।


এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। আরেকজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত 


হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ জন। আর ১৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে ৭০ জন ঢাকা সিটির। আর 


বাকি ১৭৩ জন ঢাকার বাইরের।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ ১৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৬৭৩ 


জন। আর ঢাকার বাইরের দুই লাখ ১০ হাজার ২০৫ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ ১৬ হাজার ৮৮০৪ জন।


চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৯২ জন। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৯৭৫ জন এবং ঢাকার বাইরে মারা গেছে ৭১৭ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।