Tuesday, 27 February 2024

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড


আইন-আদালত :
বিচারিক আদালতে খালাস দেওয়ায় বাদীনির আবেদনের প্রেক্ষিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলায় যুগান্তকারী এ রায় দেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।


এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শরীফুজ্জামান মজুমদার। বাদীনিপক্ষে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আক্তারুজ্জামান।


এজাহার মতে, ধর্ষক কাছুম আলীর বিরুদ্ধে ২/৭/২০০৬ সালের ঘটনা উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় হবিগঞ্জের চুনারুঘাট থানায় ২১/৭/০৬ সালে মামলা করেন ভুক্তভোগী। পুলিশ তদন্ত করে ৩১/১০/০৬ সালে অভিযোগপত্র দেন। বিচারিক আদালতে চার জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিপক্ষ স্থানীয়ভাবে আপসের কথা বলেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ার কথা বলে হবিগঞ্জে নারী ও শিশু দমন ট্রাইবুনাল-২ আসামিকে খালাস দেন।


সেই রায়ের বিরুদ্ধে বাদীনি হাইকোর্টে ফৌজদারি কার্যবিধি ৫৬১ এ ধারায় আবেদন করেন। হাইকোর্ট ৩০/০৫/২০২১ সালে রুল জারি করেন এবং নিম্ন আদালতের নথি তলব করেন। হাইকোর্ট রুল শুনানি শেষে এদিন এ রায় দিলেন। একইসঙ্গে বাদীনির সন্তানের লালনপালন করার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৩ ধারা অনুযায়ী নির্দেশনা দিয়েছেন।