Tuesday, 27 February 2024

টাইগার বাহিনীতে নতুন বোলিং-ব্যাটিং কোচ


খেলার প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আন্দ্রে অ্যাডামসকে। আর ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে ডেভিড হ্যাম্পকে। 


আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাডামস ও হেম্পকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। 


নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া হেম্প গত বছরের  মে থেকে এইচপি দলের সঙ্গে কাজ করছেন। তাকেই এবার জাতীয় দলের কোচ হিসেবে পাকাপাকিভাবে নিয়োগ দিয়েছে বিসিবি। 


বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে খেলা হেম্প নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে করেছেন ১৫ হাজারের বেশি রান। এর আগে পাকিস্তান নারী দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 


এদিকে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যাডামস কিউইদের হয়ে খেলেছেন ৪৭ ম্যাচে। দীর্ঘদিন বিভিন্ন দলে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। 


নতুন এই দুই কোচের সঙ্গেই দুই বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই কাজ শুরু করবেন সাকিব-লিটনদের নতুন এই দুই কোচ।