Thursday, 22 February 2024

ক্যান্টিন মালিকের দাড়ি ছেঁড়া সূর্যসেন হলের ছাত্রলীগ নেতাকে বহিষ্কার


শিক্ষা
 প্রতিবেদক :
ক্যান্টিনে খাবারের বিল এবং বকেয়া টাকা পরিশোধ করতে বলায় হল ক্যান্টিন মালিককে মারধর ও দাড়ি ছেঁড়ার ঘটনায় মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন।


দোকান মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন, মর্যাদা- আইনের পরিপন্থি ঘটনা প্রমাণিত হওয়া ও হলে অবৈধভাবে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 


বহিষ্কৃত এই শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন অভি। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলে দ্বৈতাবাসিক ১৭৯ নং কক্ষে থাকতেন। এই শিক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার আরামডাঙ্গা গ্রামের মোঃ জুলফিকার আলীর ছেলে। তিনি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পানন করে আসছিলেন। একই ঘটনার প্রেক্ষিতে তাকে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়।


বহিষ্কৃত এই নেতাকে উদ্দেশ্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে আপনি ক্যান্টিনে যেয়ে দুপুরের খাবার নিয়ে চলে যাওয়ার সময় বাকি খাতায় লিখে রাখতে বলেন। এসময় ক্যান্টিনের ক্যাটারার জনা মো. ফাহিম আপনার নিকট পূর্বের বাকী ২৬৫০/- টাকা চাওয়ায় আপনি পরে পরিশোধ করবেন বলে জানান। ক্যান্টিনের ক্যাটারার তার ম্যানেজারকে বলে পরবর্তীতে আপনাকে আর বাকি খাবার না দিতে। এতে আপনি মেজাজ হারিয়ে ফাহিমের কলার চেপে ধরে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং চর থাপ্পড় দেন। এক পর্যায়ে আপনি ফাহিমের শার্টের কলার এবং দাঁড়ি ছিড়ে ফেলেন। ছাত্ররা আপনাদের দু'জনকে আলাদা করে দিলে আপনি পরবর্তীতে ফাহিমকে ডেকে নিয়ে শাসান এবং এই ঘটনা নিয়ে কোনোরূপ বাড়াবাড়ি না করতে বলেন।


বঙ্গবন্ধুর দেয়ালচিত্র মুছে বহিষ্কার হলেন জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি-সম্পাদক
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপরোক্ত ঘটনায় ক্যান্টিন ক্যাটারারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রদত্ত রিপোর্টে ও সকল সাক্ষ্য-প্রমাণ, সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে আপনি দোষী হিসেবে প্রমাণিত। এছাড়া গত ২০২১ সালের বিএ (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এবং এমএ শ্রেণিতে ভর্তি না হওয়ায় বর্তমানে আপনার ছাত্রত্বও নেই, তথাপি আপনি হলে অবৈধভাবে অবস্থান করছেন। এ ধরনের ঘটনা ঘটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন, মর্যাদা ও আইনের পরিপন্থি। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার (বিশেষ দ্বৈতাবাসিক কক্ষ নং- ১৭৯) বরাদ্দকৃত সিট বাতিলসহ আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপনাকে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো। ভবিষ্যতে আপনাকে হলে অবস্থান করতে দেখা গেলে আপনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।