দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। যমুনা টিভির রিপোর্টার শাকিলকে হত্যাচেষ্টা: আসামিদের সাজা বৃদ্ধির আপিল গ্রহণ - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 6 March 2024

যমুনা টিভির রিপোর্টার শাকিলকে হত্যাচেষ্টা: আসামিদের সাজা বৃদ্ধির আপিল গ্রহণ


আইন-আদালত :
যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম হত্যাচেষ্টা মামলায় আসামিদের সাজা বাড়াতে করা আপিল গ্রহণ করেছেন মহানগর দায়রা জজ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।


প্রসঙ্গত, এ মামলায় গত বছরের ৩০ মে আসামি রহিম, জব্বার, জাকিরকে ৪ মাস করে কারাদণ্ড দেন সিএমএম আদালত। এছাড়া, অপর ৩ আসামিকে খালাস দেয়া হয়। পরবর্তীতে ২০ নভেম্বর আসামিদের সাজা বৃদ্ধির জন্য আপিল দায়ের করেন বাদীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।


বাদির আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া তখন জানান, সাক্ষ্য ও নথিতে মামলাটি প্রমাণ করতে পেরেছি। তবে দৃষ্টান্তমূলক সাজা প্রত্যাশা করেছিলাম। সেটা না হওয়ায় আপিল দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, ২০১৬ সালে পুরান ঢাকায় অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন করতে গিয়েছিলেন যমুনা টিভি সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম। ফুটেজ নেয়ার সময় কারখানার মালিকরা টের পেয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় তাদেরকে হত্যার চেষ্টাও করা হয়।