Wednesday, 30 October 2024

‘অধিনায়ক’ - মিরাজ ছাড়া বিসিবির কোন বিকল্প নেই


ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভেতরে আর বাইরে গত কয়েক মাস ধরেই নাটক চলছে। ৫ আগষ্টের পর ভারত সফরে জাতীয় ক্রিকেট দলের লজ্জা জনক হারের পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরেক বার লজ্জা পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনে। মিরপুর টেষ্টে ৭ উইকেটে হারের পর থেকেই অধিনায়ক পরিবর্তনের আলোচনা শুরু হয়ে গেছে।

চট্টগ্রাম টেষ্টের আগেই শান্ত নিজে থেকে অধিনায়ক পদ ছেড়ে দিতে বিসিবিকে জানিয়ে দিয়েছে। এরপরই আলোচনা শুরু হয় জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক ‘কে’ হচ্ছেন? পুরো দলে এখন সিনিয়র ক্রিকেটার বলতে মুশফিক আর মমিনুলকে বাদ দিয়ে স্পিনার তাইজুল আর মিরাজ ছাড়া আর কেউ নেই যে অধিনায়কেনর মতো কঠিন চেয়ারে বসবে!

বিসিবি মমিনুলকে তো আগেই টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরানোর আগেই মমিনুল নিজে থেকে সরে গেছেন। আর মুশফিক তো বহু আগেই অবসরের গল্পটা শোনাতে প্রস্তত। তাহলে বাকী থাকল তাইজুল আর মিরাজ। যে কোন বিবেচনায় তাইজুলের চেয়ে মিরাজের অধিনায়ক পদে আসীনটা গ্রহণযোগ্য বেশি। 

কারণ তাইজুল সিনিয়র ক্রিকেটার হলেও ক্যারিয়ারে তাইজুল ৪৮ টেষ্টে ২০৪ উইকেট, ২০ ওযান ডে ম্যাচে মাত্র ৩১ উইকেট আর টি২০ ফর্মেটে ২ ম্যাচে ১ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতে তাইজুল টেষ্টে কোন সেঞ্চুরি তো নেই ওডিআইতেও একই অবস্থা, আর টেষ্টে ৪৮ ম্যাচে রান করেছেন মোচ ৬৮২। অপর দিকে মিরাজ ৪৮ টেষ্টে ১ সেঞ্চুরি-৯ ফিফটি, ওডিআই-তে ৯৭ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটি আর টি২০ ফর্মেটে ২৭ ম্যাচে কোন ফিফটি নেই। মিরাজের বল হাতে ক্যারিয়ারও মন্দ নয়। ৪৮ টেষ্টে ১৮৫ উইকেট, ওডিআই ফর্মেটে ৯৭ ম্যাচে ১০৬ উইকেট আর টি২০-তে ২৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করে তাইজুলের চেয়ে অধিনায়কের দৌড়ে এগিয়ে রয়েছেন।

সব দিক বিবেচনায় বিসিবির ভেতরের আলোচনায় মিরাজ এগিয়ে। এছাড়া সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের মধ্যে অধিকাংশই চাইছে মিরাজকে। আজ বিকেলে বিসিবি বোর্ড মিটিংয়ের আগে একটি সূত্র থেকে জানা গেছে নতুন অধিনায়ক হিসেবে বিসিবি মিরাজের নামই রাতে ঘোষণা দেবে।