দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভারতে প্লেন বিধ্বস্তের ঘটনায় বোয়িংয়ের শেয়ারে পতন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 12 June 2025

ভারতে প্লেন বিধ্বস্তের ঘটনায় বোয়িংয়ের শেয়ারে পতন


আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বোয়িং’র শেয়ারমূল্য ৫ শতাংশ কমে গেছে। কোম্পানিটির নতুন প্রধান নির্বাহী কেলি অরথবার্গ নিরাপত্তা ও উৎপাদন সমস্যা কাটিয়ে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ শুরু করার পরপরই এমন একটি দুর্ঘটনা কোম্পানির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতে এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন বোয়িং সম্প্রতি নতুন অর্ডার পেয়েছে ও মে মাসে উৎপাদন লক্ষ্য পূরণ করেছে। এ অবস্থায় প্যারিস এয়ার শোতে সাফল্য দেখাতে প্রস্তুতি নিচ্ছিল প্রতিষ্ঠানটি।


এদিকে, মারাত্মক এই দুর্ঘটনা আবারও বোয়িংকে বিশ্বজুড়ে প্রশ্নবিদ্ধ করে তুলেছে- বিশেষত, তখন যখন তাদের ৭৩৭ ম্যাক্স সিরিজের বিমান সংকট, উৎপাদন বিলম্ব ও নিরাপত্তা ত্রুটি নিয়ে এখনও বিতর্ক শেষ হয়নি।


বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি। স্থানীয় বি.জে. মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় সেটি।


বলা হচ্ছে, গত এক দশকে এটিই বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।


বোয়িং ৭৮৭ সিরিজের ‘ড্রিমলাইনার’ বিশ্বজুড়ে আধুনিক ও নিরাপদ দীর্ঘপাল্লার বিমান হিসেবে পরিচিত। এর আগে ২০১৩ সালে ব্যাটারি সমস্যার কারণে অস্থায়ীভাবে উড়ান স্থগিত করা হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভারতের এই দুর্ঘটনার ফলে ড্রিমলাইনারের দীর্ঘদিনের দুর্ঘটনাহীন সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো।


দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে অবগত রয়েছে ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে।