July 25, 2025 দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও করব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী - durontobd
.jpg

Sunday, 15 June 2025

ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও করব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে গোটা অঞ্চলজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির এমন টান টান উত্তেজনার মধ্যে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।


সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, ‘যদি ইসরায়েল ইরানে হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিক্রিয়া জানানো বন্ধ করব।’ 


তিনি জানান, গত শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে যে আকস্মিক হামলা চালানো হয়েছে, তা ঠেকাতে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে।


‘যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া এই হামলা সম্ভব হতো না,’ মন্তব্য করে আরাঘচি বলেন, ‘আমাদের হাতে প্রমাণ আছে, আঞ্চলিক ঘাঁটি ও বাহিনীর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জুগিয়ে যাচ্ছে।’


তিনি আরও বলেন, ‘আমরা বৃহত্তর যুদ্ধে জড়াতে চাই না, তবে নিজেদের আত্মরক্ষায় জবাব দিতে বাধ্য হচ্ছি।’


অন্যদিকে বিবিসির লাইভ আপডেটে জানানো হয়েছে, ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলে অন্তত ৮জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন, আহতের সংখ্যা শতাধিক।


পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।