দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। শুধু রাতেই না এখন দিনেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 17 June 2025

শুধু রাতেই না এখন দিনেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক :

এবার শুধু রাতে নয়, দিনের বেলায়ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) সকালেও ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দে মানুষের ঘুম ভেঙেছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।


বিবিসি’র মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাচেগা জেরুজালেম থেকে জানিয়েছেন, মঙ্গলবার সকালে জেরুজালেম ও তেল আবিবে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলোর মধ্যে কমপক্ষে একটি দেশটির কেন্দ্রে আঘাত করেছে।


ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সবশেষ যে হামলা চালিয়েছে তাতে যে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন। তবে কয়েকটি খোলা জায়গায় পড়েছে বলে তারা চিহ্নিত করেন।


হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির জরুরি সেবা বিভাগ এখনো হামলার শিকার এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাচ্ছে।


অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানেও এখন বিস্ফোরণ ও আকাশ প্রতিরক্ষার পাল্টা গুলির শব্দ শোনা যাচ্ছে।


এদিকে, এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘চরম ক্ষতি’ করেছে ইসরায়েলি বাহিনী। তবে তিনি এও যোগ করেন যে, তার বাহিনীর অভিযান শেষ হয়নি।

সূত্র: বিবিসি