July 26, 2025 দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কলম্বো টেস্ট: আবারো সেই পুরাতন চেহারায় বাংলাদেশ, স্কোর ২২০/৮ - durontobd
.jpg

Wednesday, 25 June 2025

কলম্বো টেস্ট: আবারো সেই পুরাতন চেহারায় বাংলাদেশ, স্কোর ২২০/৮


খেলা ডেস্ক :

ড্র করা গল টেস্টটির প্রথম দিনের সঙ্গে কলম্বো টেস্টের প্রথম দিনে বিশাল ফারাক। শুরুতে তিন উইকেট হারালেও শান্ত-মুশফিকের জুটিতে গলের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের টেস্টেই সেই তথৈবচ অবস্থা। একের পর এক আত্মাহুতিতে ৮ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। বৃষ্টির বাঁধায় দিনে খেলা হয়েছে ৭১ ওভার। বিনিময়ে বোর্ডে জমা হয়েছে ২২০ রান। কলম্বোয় প্রথম ইনিংসের গড় রান ৩২৫। তবে একটি বেদনাদায়ক মিল আছে। এবারও ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। পর পর দুটি টেস্টেই প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেছেন তিনি। দ্বিতীয় সেশনের শেষে লিটনের বিদায়ে ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। শেষ সেশনে তারা খুঁইয়েছে আরও ৩ উইকেট।


অভিষিক্ত বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা বিরতির আগে আউট করেছিলেন লিটন দাসকে। তার বলেই স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হন গল টেস্টে সেঞ্চুরি করা মুশফিক। ৭৫ বলে ৩৫ রান করে আউট হন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ তখন ১৬০।  একই পথ ধরে থিতু হওয়ার পর বিশ্ব ফার্নান্দোকে নিজের উইকেট দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ত্রিশের কোটায় গিয়ে আউট হন তিনিও, ৪২ বলে করেন ৩১ রান। তাতে ভাঙে নাঈম হাসানের সঙ্গে গড়া ৩৭ রানের জুটি। এর পর ২৫ রান করে বিদায় হন নাঈমও। তাকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো। লঙ্কানদের হয়ে জোড়া উইকেট পেয়েছেন সোনাল, বিশ্ব ও আসিথা। একটি করে উইকেট থারিন্দু ও ধনাঞ্জয়ার। বাংলাদেশের হয়ে কাল ফের ব্যাটিংয়ে নামবেন ৯ রানে থাকা তাইজুল ও ৫ রানে থাকা এবাদত।