দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। লুকিয়ে রাখা সন্তান প্রসঙ্গ : তানজিন তিশার ফেসবুক পোস্ট - durontobd

সংবাদ শিরোনাম

Sunday, 6 July 2025

লুকিয়ে রাখা সন্তান প্রসঙ্গ : তানজিন তিশার ফেসবুক পোস্ট


বিনোদন ডেস্ক :

গেল ৪ জুলাই নিউইয়র্ক থেকে প্রচারিত হয় বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শো। এ অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন তানজিন তিশা। তিশা জায়েদ খানকে জানিয়েছেন, তিনি মা হতে চান।  


কথোপকথনের একপর্যায়ে তিশাকে জায়েদ প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করব। মা হব।’


এরপর অভিনেত্রী বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’


এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে দাবি করেন—এটি তানজিন তিশার গোপন সন্তানের ছবি।

নিজের পোস্টে নির্ঝর লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তাঁর গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা।’


তিনি আরও লেখেন, ‘যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো।’


নির্ঝর দাবি করেন, ‘তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা, আপনি প্রমাণ করুন এই বাচ্চা আপনার ছিল না।’


সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হতেই মুখ খোলেন তিশা। নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেসব অসভ্যকে বলছি, এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দেব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’