দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘বর্ণিল স্বপ্নে জেগে উঠুক ব্রাহ্মণবাড়িয়া-২’: শিক্ষা, শিল্প আর নেতৃত্বের এক সম্ভাবনার মহাপরিকল্পনা - durontobd

সংবাদ শিরোনাম

Monday, 7 July 2025

‘বর্ণিল স্বপ্নে জেগে উঠুক ব্রাহ্মণবাড়িয়া-২’: শিক্ষা, শিল্প আর নেতৃত্বের এক সম্ভাবনার মহাপরিকল্পনা


জহির শাহ্ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) যেন দীর্ঘদিন ধরে ছিল নেতৃত্বের সঠিক ছোঁয়ার অপেক্ষায়, আর সেই শূন্যতা পূরণে এবার ময়দানে নেমেছেন এক হাফেজ গড়ার কারিগর—শায়খ নেসার আহমাদ আন-নাছিরী। স্রেফ একজন প্রার্থী নন তিনি, বরং হাজারো আলেম, শিক্ষার্থী ও যুবকের আশাবাদের প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এই প্রার্থী শুধু নির্বাচনের জন্য নয়, এসেছেন একটি আদর্শিক দৃষ্টিভঙ্গি নিয়ে। তিনি সাফ জানিয়েছেন—নির্বাচিত হতে পারলে সরাইল-আশুগঞ্জ আসনকে তিনি রূপান্তর করবেন ‘শিক্ষা ও শিল্পের এক সমন্বিত নগরীতে’। 


এক বিবৃতিতে তিনি বলেন, এই অঞ্চল ইতোমধ্যেই কৃষি ও শিল্প নির্ভর অর্থনীতির একটি সম্ভাবনাময় এলাকা—যেখানে রয়েছে সারের বৃহৎ কারখানা, অসংখ্য রাইসমিল, আর কর্মচঞ্চল ব্যবসায়ী সমাজ। কিন্তু এই শক্তিকে যদি বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মধ্যে না আনা হয়, তবে এগুলো ধীরে ধীরে ব্যর্থ সম্ভাবনায় রূপ নেবে। তাই তাঁর প্রথম লক্ষ্য, এলাকায় আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি ও কৃষিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, যেন এখানকার তরুণ সমাজ দক্ষ ও কর্মক্ষম হয়ে উঠে। দ্বিতীয়ত, এসব শিল্প প্রতিষ্ঠান ঘিরে তৈরি হবে একটি পূর্ণাঙ্গ শিল্পজোন, যেখানে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বিপণন হবে আধুনিকভাবে। 


এতে যেমন বাড়বে কৃষকের আয়, তেমনি তৈরি হবে হাজারো কর্মসংস্থান। আর তৃতীয় স্তম্ভ হিসেবে তিনি গড়ে তুলবেন একটি একাডেমিক হাব, যেখানে স্কুল-কলেজ, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পাশাপাশি চলবে। এর ফলে শিক্ষার্থীরা বইয়ের বাইরেও শিখবে শিল্পে কাজ করা, নেতৃত্বের গুণাবলি অর্জন করবে এবং বাস্তবতার সঙ্গে শিক্ষা মিলিয়ে নেবে। বিশ্বজয়ী হাফেজদের প্রেরণাদায়ী গড়নদাতা হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমার ছাত্ররা ১২৩টি দেশকে হারিয়ে কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, এবার আমি চাই এই এলাকার শিক্ষার মানও হোক আন্তর্জাতিক মানের।” তিনি সরাসরি বলেন, “সরাইল-আশুগঞ্জকে আমি শুধু একটি আসন মনে করি না—এটি আমার মিশন, এটি আমার স্বপ্ন—একটি জ্ঞাননির্ভর সমাজ গঠনের, যেখানে তৈরি হবে পরবর্তী প্রজন্মের মুজাহিদ, চিন্তাবিদ, উদ্যোক্তা, প্রকৌশলী এবং আলোকিত আলেম।” শায়খ নাছিরীর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, কথায় ছিল দার্শনিক স্পষ্টতা, আর প্রতিশ্রুতিতে ছিল মানবিক নেতৃত্বের দৃঢ় অঙ্গীকার। রাজনৈতিক বক্তৃতার ঘূর্ণাবর্ত নয়, বরং যুক্তি, পরিকল্পনা ও আদর্শের এক সাহসী উচ্চারণ—এই ছিল তাঁর প্রতিটি বাক্যের মর্মসার। এক কথায়, ব্রাহ্মণবাড়িয়া-২ যদি ভবিষ্যতে সত্যি ‘জ্ঞান ও উৎপাদনের হাব’ হয়ে উঠে, তবে সেই স্বপ্নের রূপকার হিসেবে ইতিহাস মনে রাখবে এই হাফেজ গড়ার জনদরদী প্রার্থীকে।