দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘স্বার্থপর’ ব্যাটিং, র‍্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিলেন জাকেরের - durontobd

সংবাদ শিরোনাম

Wednesday, 9 July 2025

‘স্বার্থপর’ ব্যাটিং, র‍্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিলেন জাকেরের


খেলার মাঠে ডেস্ক
শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজের শেষ ম্যাচে ধীরগতির ব্যাটিং করে সমালোচিত হয়েছেন জাকের আলী অনিক। তার ৩৫ বলে ২৭ রানের ইনিংস দলের কোনো কাজেই আসেনি। তবে আজ আইসিসি থেকে সুখবরই পেয়ছেন জাকের। ওয়ানডে ব্যাটসম্যানদের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই উইকেটকিপার–ব্যাটসম্যান।


গতকাল শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ৩৪ গড়ে ৭৩.৩৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেন জাকের। সর্বোচ্চ স্কোর ৫১। শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে স্বার্থপর ব্যাটিং করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন। তিন ম্যাচে ৩৪.৩৩ গড়ে তার রান ১০৩। রান–খরায় ভোগা সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ নেমে এখন ৩৪তম স্থানে আছেন।


বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে। শ্রীলঙ্কা সিরিজে ৩ ইনিংসে মাত্র ৩৭ রান করা মিরাজ ৫ ধাপ নিচে নেমে ৭২তম স্থানে আছেন। এক ম্যাচ খেলে বাদ পড়া লিটন দাস ৮ ধাপ পিছিয়ে ৭৮ নম্বরে আছেন। ওপেনার তানজিদ হাসান তামিম ১৯ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে উঠে এসেছেন। আসল কথা হলো, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৩০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ নেই।


ওয়ানডে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতের ওপেনার শুবমান গিল। তার রেটিং পয়েন্ট ৭৮৪। ফর্মে না থাকলেও ৭৬৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম। আর ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনে। চারে বিরাট কোহলি ও পাঁচে ড্যারিল মিচেল। বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৬তম তাসকিন আহমেদ। আবার ঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ এগিয়ে উঠেছেন অষ্টম স্থানে।