দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। জুলাই গণহত্যায় দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন - durontobd

সংবাদ শিরোনাম

Thursday, 10 July 2025

জুলাই গণহত্যায় দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন


আইন-আদালত :

জুলাই গণহত্যায় দায় স্বীকার করে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আগামী ৩ আগস্ট রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করবেন তিনি। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের অভিযোগ গঠনের সময় তিনি দোষ স্বীকার করে রাজসাক্ষীর ঘোষণা করেন। 


আগামী ৪ আগস্ট এ মামলায় সাক্ষী গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনাসহ তিনজনের অভিযোগ গঠনের আদেশ দেন।


মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ৭ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করা হয়।এটি জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলা। মামলায় অন্য আসামি হচ্ছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।