Tuesday, 15 July 2025

দলবদলে ফিফার নিষেধাজ্ঞা পেলো ফকিরেরপুল ইয়ংমেন্স


খেলার মাঠে রিপোর্ট

প্রথমবারের মতো গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অংশ নেয় ফকিরেরপুল ইয়ংমেন্স। ১০ দলের মধ্যে ৮ম হওয়া ক্লাবটির ওপর নেমে এসেছে ফিফার নিষেধাজ্ঞা।


মূলত গত মৌসুমে খেলে যাওয়া বিদেশি খেলোয়াড়দের ঠিকমতো পারিশ্রমিক না দেয়াতে দলবদলে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছে ক্লাবটি। 


এর ফলে চলতি মৌসুমে লীগের জন্য ফকিরেরপুল ইয়ংমেন্স দলবদলে অংশ নিতে পারছে না। ক্লাবটির সাধারণ সম্পাদক আহমেদ আলী এ প্রসঙ্গে বলেন, ‘একজন খেলোয়াড়ের আর্থিক পারিশ্রমিক ইস্যুতে এটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই।’