Tuesday, 15 July 2025

শেষ টি-২০র আগে কোচ সালাউদ্দিন বললেন - ‘অনেক কিছুই আমাদের টিমের জন্য স্যুটেবল না’


খেলার মাঠে ডেস্ক
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও হলো সেটাই। আর দুই জয়েই একটা মিল, পারফর্ম করেছেন শামীম পাটোয়ারী। ওয়ানডেতে বল হাতে আর রোববার টি-টোয়েন্টিতে ব্যাটিং-ফিল্ডিংয়ে। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের রেকর্ড জয় পেয়েছে টাইগাররা। এতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে লিটন কুমার দাসের দল। এবার টি২০ সিরিজে কাল ফাইনাল।


কাল সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল। সিরিজ নির্ধারণী ম্যাচ সামনে আজ কলম্বোতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হলেন কোচ সালাউদ্দিন। বলেন, ‘কালকের পরিকল্পনা  কালকেই চিন্তা করব। প্রথম টি২০ ম্যাচে জাকের ইনজুরি ছিল। ব্যাটিংয়ে পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। সব দলের কিছু পরিকল্পনা থাকে, সেভাবেই আমরা এগিয়েছি। জাকের আর শামীম শেষ করে আসবে এভাবেই পরিকল্পনা সাঁজানো হয়েছে। এমন না নিচের দিকে আমাদের পাওয়া হিটার আছে! যারা বড় বড় শট খেলবে! তাই আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। আমাদের যা পরিস্থিতি তাতে আমাদের সব সময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয়।”


ক্রিকেটারদের লম্বা বিমান জার্নি করে এসে এক বা দুই দিনের মধ্যেই ম্যাচে নামতে হচ্ছে। বাংলাদেশের এই সিরিজে ব্যাটিং ব্যর্থতার পেছনে কি ক্রিকেটারদের ক্লান্তিই ছিল মুল রহস্য? জবাবে কোচ সাংবাদিকদের বলেন, “অনেক কিছুই আমাদের টিমের জন্য স্যুটেবল না, তারপরও আমাদের মেনে নিতে হয়। আমাদের যে ক্রিকেটার দেবেন তাদের মধ্যে থেকেই আমাদের বেষ্ট আউটপুট-টা নেয়ার চেষ্টা করি। এখানে আমাদের অনেক কিছু করারও নাই, চাইলেও আমরা করতে পারি না। আমাদের যে ১৫ জন ক্রিকেটার দেবেন তা দিয়েই দল সাঁজাতে হবে। খেয়াল করে দেখেন শ্রীলংকা দলে টেষ্ট, ওডিআই আর টি২০ দলে কিছু বেশি পরিবর্তন নাই। আমাদের কিন্তু পরিবর্তন করতেই হয়। এক বা দুই দিনের মধ্যে ক্রিকেটারদের দলের সাথে সেট হতে হয়। আমাদের খুব বেশি লাকজারিয়াস হওয়া সুযোগ নাই। আমরা যদি সে নিয়মে চলি তাহলে আমাদের জন্য সহজ হবে সব কিছু। আমাদের টেষ্টের পর ৫টা ক্রিকেটার দেশে যায় আবার ওডিআইতে ৫ জন আসে। একই ভাবে টি২০ সিরিজে আবার ৫ জন দেশে যায় নতুন ৫জন যোগ দেয়। চেস্টা থাকবে যেন দলে একটা স্থিও পরিস্থিতি আসে।’ 


একজন ক্রিকেটারকে এক ম্যাচ খেলিয়ে বসিয়ে দেয়া প্রসঙ্গে কোচ সালাউদ্দিন বলেন, দেখুন আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার কথাটাও ভাবতে হয়। তাসকিন দেশ সেরা পেসার, সে ইনজুরি থেকে মাত্র ফিরেছে। এখন যদি টানা ম্যাচ খেলে আবার ইনুজরিতে পড়ে তাহলে সেটা হবে এক ম্যাচ খেলতে নেমে ১ বছরের জন্য মাঠে বাইওে চলে যায়। সেটাও আমাদের ভাবতে হয়, পরিকল্পনা সেভাবে সাঁজাই। সব দিক ম্যানেজ করেই আমাদেও চলতে হয়। দলের জন্য যেটা বেষ্ট সেটাই আমরা কার্যকর করি।’ টি২০ সিরিজে প্রতিপক্ষ প্রসঙ্গে কোচ বলেন, সিরিজ শেষই, এখন ভাবনার চিন্তা কই! শেষ ম্যচেটা নিয়ে ভেবে লাভ নেই। এখন চিন্তা কাল (আজ) শেষ ম্যাচটা কিভাবে জেতা যায়। সেটাই এখন আমাদেও আসল ভাবনা।”


উল্লেখ, এ পর্যন্ত ১৯০টি টি২০ ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে মাত্র ৭৩ ম্যাচে, হেরেছে ১১৩টি, ফলাফল হয়সি ৪টিতে। অন্যদিকে লঙ্কার বিপক্ষে টি২০ খেলেছে ১৯টি, হেরেছে ১২টি আর জিতেছে ৭টিতে। পাল্লার ভার লঙ্কার দিকেই আছে। তবে আশার আলোও আছে, লঙ্কার মাটিতে বাংলাদেশ মোট টি২০ খেলেছে মাত্র ৭টি। তাতে লঙ্কা জয় পেয়েছে ৩টি আর বাংলাদেশ জিতেছে ৪টিতে। এর মানে টি২০ ম্যাচে বাংলাদেশ লঙ্কার মাটিতে সফল। ২০১৮ সালে শেষ বার কলম্বোর উইকেটে বাংলাদেশ ২ উইকেটে লঙ্কাকে হারিয়ে ছিল।