দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। উৎসবমুখর পরিবেশ কাল শুরু ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, 13 July 2025

উৎসবমুখর পরিবেশ কাল শুরু ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন


খেলার প্রতিবেদক

এক বছর ফের আগামীকাল ১৪ জুলাই ২০২৫ ইং সোমবার কোর্টে গড়াচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের ছয় বিভাগের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। 


যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন। বেলা সাড়ে পাঁচটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত থাকবেন। 


মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নীচের কোন শাটলার খেলতে পারবেন না। ফেডারেশনের সাধারন সম্পাদক রাসেল কবির সুমনের কথা, ‘উর্ধ্ব-১৬ শাটলাররাই এই টুর্নামেন্টে খেলতে পারেন। এমন নিয়ম থাকলেও আগে তা মানা হতো না। এবার আমরা যাচাই বাছাই করেই উর্ধ্ব-১৬ শাটলারদের সুযোগ দিচ্ছি।’