দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। উরুগুয়েকে গুঁড়িয়ে টানা পঞ্চম শিরোপার দরজায় ব্রাজিল - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 30 July 2025

উরুগুয়েকে গুঁড়িয়ে টানা পঞ্চম শিরোপার দরজায় ব্রাজিল


খেলার ডেস্ক

মেয়েদের কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের একমাত্র গোলটিও ব্রাজিলের আত্মঘাতী। আর সাম্বার দেশের মেয়েরা গোল করেছে গুনে গুনে পাঁচটি। ৫-১ গোলের জয়ে টানা পাঁচবার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। এর আগে টানা চারবার ফাইনালে গিয়ে প্রতিবারই শিরোপা নিজেদের করে নিয়েছে সেলেসাওদের নারী দল। এবার হাতছানি টানা পঞ্চম কোপা আমেরিকা শিরোপার।



১৯৯১ থেকে এখন পর্যন্ত ৯টি আসর গড়িয়েছে এ প্রতিযোগিতার। মাঝে ২০০৬-এ একবার এ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এর আগের এবং পরের টানা চার আসর কোপা আমেরিকা জেতে ব্রাজিলই। একই আধিপত্য দেখা যাচ্ছে এ আসরেও। ইকুয়েডরের রাজধানী কুইটোতে সে হিসেবে পাত্তাই পায়নি উরুগুয়ের মেয়েরা। পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখা ব্রাজিল ২২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৭টি। ২০টির মধ্যে ৫টি শট লক্ষ্যে রাখে উরুগুয়েও, তবে জাল খুঁজে পায়নি নিজেরা। বিরতির মিনিট ছয়েক পর দলটির একমাত্র গোলটিও আসে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইসা হাসের পা থেকে।



এর আগে ম্যাচের একাদশ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন আমান্ডা দস সান্তোস। মিনিট দুয়েকের মধ্যে গোল ব্যবধান দ্বিগুণ করেন গিও গারবেলিনি। ২৭তম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিলের মেয়েরা। স্পটকিক থেকে জালে বল জড়ান এই টুর্নামেন্টের জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মার্তা। প্যারিস অলিম্পিকসের ফুটবল ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হৃদয় ভাঙা হারের পর অবসরে যান এ ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।



ম্যাচে বিরতি থেকে ফিরে ৫১তম মিনিটে উরুগুয়ের কর্নার থেকে নিজেদের জালেই বল জড়ায় ব্রাজিল। তাতে একদমই অসুবিধা হয়নি প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের। ৬৫তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আমান্ডা। শেষ বাঁশি বাজার মিনিট চারেক আগে পঞ্চম গোলটি করেন বদলি হিসেবে নামা দুদিনহা। এ জয়ে কোপার ফাইনালের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও ১৬ দলের মধ্যে জায়গা করে নিয়েছে ব্রাজিলের মেয়েরা। একইসঙ্গে দলটির অপেক্ষা টুর্নামেন্টের নবম শিরোপার।



যদিও কলম্বিয়ার মেয়েদের একদমই হালকাভাবে নিচ্ছেন না ম্যাচের জোড়া গোলদাতা আমান্দা। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমরা খুবই খুশি। আমার প্রথম ফাইনাল রটি। কোচের সঙ্গে আমরা যে কঠোত পরিশ্রম করেছি, তারই প্রতিফলন আমাদের এ ফল। কলম্বিয়া খুবই কঠিন প্রতিপক্ষ। তবে শিরোপা জিততে আমরা খুব পরিশ্রম করছি।’



ফাইনালে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত তিনটায় কলম্বিয়ার বিপক্ষে খেলবে মার্তারা। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এবারের ফাইনাল গত আসরের ফাইনালকেই মনে করাচ্ছে। ২০২২ কোপা আমেরিকার ফাইনালও হয় ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে। সেবার স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারায় সেলেসাওরা।