দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। এমবাপ্পে রিয়ালে নতুন জার্সি নম্বর পাচ্ছেন ! - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 23 July 2025

এমবাপ্পে রিয়ালে নতুন জার্সি নম্বর পাচ্ছেন !


খেলার ডেস্ক :

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের প্রথম মৌসুমটা ছিল রাজকীয়। ৪৪ গোল করে দলকে ট্রফি এনে দিতে না পারলেও জিতেছেন লা লিগার পিচিচি ট্রফি এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট। এবার নতুন মৌসুম শুরুর আগে আরও একটি বড় পুরস্কার অপেক্ষা করছে তার জন্য—রিয়ালের ১০ নম্বর জার্সি।


স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচের ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গ্রহণ করতে যাচ্ছেন। গত মৌসুমে এমবাপ্পে ৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন, যেটি এর আগে করিম বেনজেমার গায়ে দেখা গেছে। কিন্তু জাতীয় দল ফ্রান্সের হয়ে বরাবরই ১০ নম্বর জার্সিই তার পরিচয় বহন করে। সেই নম্বর এবার ক্লাব স্তরেও পেতে যাচ্ছেন এমবাপ্পে।


লুকা মদ্রিচ চলতি গ্রীষ্মে রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন এসি মিলানে। তার বিদায়ের পর ১০ নম্বর জার্সি খালি হয়ে যায়, যা এমবাপ্পের জন্য মানসিকভাবেও তাৎপর্যপূর্ণ। কারণ, মোনাকো থেকেই তিনি এই নম্বরের প্রতি ভালোবাসা পোষণ করে আসছেন।


গত মৌসুমে 'এমবাপ্পে ৯' লেখা জার্সি রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছিল। এবার নতুন করে 'এমবাপ্পে ১০' জার্সি বাজারে ছাড়লে ফের জার্সি বিক্রিতে চাঙ্গাভাব দেখা যাবে বলে ধারণা ক্লাব কর্তৃপক্ষের। এটি এমবাপ্পের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।


এমবাপ্পে বর্তমানে ছুটিতে আছেন। ৪ আগস্ট দলের অনুশীলনে ফিরবেন এবং আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রথম লা লিগা ম্যাচে মাঠে নামবেন বলে জানা গেছে।


এখন প্রশ্ন—১০ নম্বর জার্সিতে কি আরও উজ্জ্বল হবেন এমবাপ্পে? সময়ই দেবে সেই উত্তর।