দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 29 July 2025

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজা যুদ্ধের সমাপ্তি ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। এ কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 


সোমবার নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান স্পষ্ট করেন। প্রিন্স ফয়সাল বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বাস্তব অগ্রগতি ছাড়া ইসরাইলকে স্বীকৃতি বা সম্পর্ক স্বাভাবিকের কোনো প্রশ্নই ওঠে না। 



এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের পর, যা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এটি এখন পর্যন্ত রিয়াদের সবচেয়ে স্পষ্ট অবস্থান, যেখানে ইসরাইলের সঙ্গে সম্পর্কের শর্ত হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন ও গাজায় যুদ্ধবিরতির অগ্রগতিকে প্রাধান্য দেয়া হলো।