Thursday, 10 July 2025

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৩শ কেজি আম পাঠালেন প্রধান উপদেষ্টা


জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য বিশেষ উপহার হিসেবে দেশের উত্তরের জেলা রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা জাতের ৩শ কেজি আম পাঠিয়েছেন।


আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে এই আম আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে। একটি বাংলাদেশি পিকআপ ভ্যানে করে আমগুলো সরাসরি আগরতলা বন্দরে নেওয়া হয়।


বন্দর সূত্রে জানা গেছে, আগরতলা বন্দরে আম হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তা চঞ্চল দে এবং আগরতলা বন্দরের সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দী। আমগুলো আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করা হয়।আখাউড়া কাস্টমস অফিস জানিয়েছে, রংপুর থেকে আমের কার্টনগুলো পিকআপে করে সরাসরি আখাউড়া স্থলবন্দরে আনা হয়। কাস্টমসের প্রক্রিয়া শেষে এগুলো ত্রিপুরার উদ্দেশ্যে পাঠানো হয়।


আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সদরুল হাসান চৌধুরী আকাশ জানান, মোট ৬০টি কার্টনে এই ৩০০ কেজি সুস্বাদু হাঁড়িভাঙা আম এসেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে।